মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে বসতবাড়ি সহ পানের বরজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ,শাড়ী লুঙ্গী ও খাদ্য সামগ্রী সহযোগিতা হিসেবে প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি কুষ্টিয়া-২(মিরপুর ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি আহাম্মদ আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ,জাতীয় পাটি মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শামীম আলী,মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন,পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী, বারুইপাড়া ইউনিয়ন জাসদের সভাপতি জিন্নাহ মোফাক্কর,বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু,জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মাসুদ রানা,বাংলাদেশ ছাত্র লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা,স্থানীয় জনপ্রতি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ গনমান্য ব্যক্তিবর্গ,জাসদ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।