শুক্রবার (১৪ এপ্রিল, ২০২৩খ্রিঃ) তারিখে খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়ার নির্দেশে আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এএসআই (নিরস্ত্র)/ জাকির হোসেন, সদর ফাঁড়ী সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। টিপু (৩০), পিতা- নুরু, সাং-বটতৈল (কদমতলা), থানা ও জেলা -কুষ্টিয়া এবং এএসআই (নিরস্ত্র)/ উজ্জল হোসেন, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। লিটন, ,পিতা-সাদেক আলী, সাং-কাঞ্চনপুর, থানা ও জেলা -কুষ্টিয়া’দ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।