কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ওসি তদন্ত রাকিব হাসান, দৌলতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আবদুল আলীম সাচ্চু, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন),দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাকিব আলী,সাংবাদিক হেলাল উদ্দীন, চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু, আশরাফুল ইসলাম (মুকুল), হেলাল উদ্দীন,খোয়াজ হোসেন, আবদুল বাঁকি, মৎস্য কর্মকর্তা, হোসেন আহমেদ স্বপন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে দৌলতপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।