কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর ৫৩ তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.সদর উদ্দিন খান সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া। এ সময় সেখানে আরোও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি,খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান সহ উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর ৫৩ তম জম্মদিনে জয়ের প্রতি রইল অশেষ ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় দেশের আইসিটি খাতের উন্নয়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাবে বলে আমি মনে করি।