1. admin@protidinerkushtia24.com : pk24 :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৯৪ Time View

নিজের আত্মসমালোচনা করে যে কোন খারাপ থেকে দুরে থাকতে পারলেই জীবন সুন্দর: আজগর আলী।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেছেন, জীবনটা তখনই সুন্দর ছিলো, যখন খুবই ছোট ছিলাম। জীবন বলতে কি সেটি বুঝতাম না। প্রতিটি মূহুর্তে বড় হয়েছি, আর বাস্তবিক জীবনের ভাল লাগা, না লাগার বিষয়ে বুঝতে সক্ষম হচ্ছি। ধন সম্পদ জীবনের সফলতা নয়, সুখ শান্তি আর ভাল লাগার মাধ্যমে জীবন কাটিয়ে দিয়ে সৃষ্টিকর্তার কাছে চলে যাওয়ায় হচ্ছে জীবনের সাফল্য। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়ার প্রত্যয় যুব সংঘের উদ্যোগে, মাদক বাল্য বিবাহ আত্মহত্যা প্রতিরোধে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাবেক সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। সঞ্চালনায় ছিলেন প্রত্যয় যুব সংঘের সদস্য নওফিল ইসলাম নিহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যয় যুব সংঘের সদস্য জাবির মাহমুদ, রাব্বি আহমেদ, মিশকাত ইসলাম, বিপ্লব রহমান, মেহরাব ইসলাম, রাসেল হোসেন সহ অন্যান্য সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী আরও বলেন, এই সুন্দর পৃথিবীর সকল সৌন্দর্য রেখে একদিন সবাই চলে যাবো। কিন্তু শত দুঃখ কষ্টের মাঝেই ছোট্র জীবনের সুখ শান্তি আর ভাল লাগার তৃপ্তি মেটাতে আমৃত্যু লড়াই করতেই হবে আমাদের। শুধু মাদক, বাল্য বিবাহ এবং আত্মহত্যা থেকেই দুরে থাকলে হবে না। নিজের আত্মসমালোচনা করে সকল প্রকার খারাপ থেকে নিজেকে দুরে রাখতে পারলেই জীবন সুন্দর। আমার বিশ্বাস তোমরা সেই কাজটি করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia