কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২৬ টি গ্রাম/ওয়ার্ডে কাঙালীভোজের আয়োজন করা হয়।
সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম আফাজ উদ্দিন আহমেদের পুত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন এর উদ্যোগে কাঙালী ভোজ ও খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২ থেকে উপজেলার দৌলতপুর, রিফাইতপুর, আড়িয়া, খলিশাকুন্ডি, বোয়ালিয়া, আদাবাড়িয়া, প্রাগপুর, মথুরাপুর, রামকৃষ্ণপুর, মরিচা, চিলমারী,হোগলবাড়িয়া,পিয়ারপুর,ফিলিপনগর ইউনিয়নের অধিকাংশ স্থান ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন জনাব, এজাজ আহমেদ মামুন। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে কাঙালীভোজ/খাবার বিতরণ করেন।
এজাজ আহমেদ মামুন জানান, তার পিতা আফাজ উদ্দিন আহমেদ জীবিত থাকা অবস্থায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে এভাবে দৌলতপুরের প্রতিটি গ্রামে কাঙ্গালীভোজের/খাবার বিতরণের আয়োজন করতেন। সেই ধারাবাহিকতায় বাবার অবর্তমানে তিনি এ ব্যবস্থা করে আসছেন।