পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর তদারকিতে জনাব মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ আলমগীর হোসনে, মিলপাড়া পুলিশ ফাঁড়ী, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় আসামী শ্রী সঞ্জয় কর্মকার (২৪), পিতা-শ্রী নারায়ন কর্মকার, মাতা-সন্ধ্যা রানী কর্মকার, সাং-আমলাপাড়া (বড় বাজার), থানা ও জেলা-কুষ্টিয়াকে ১০ (দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে। এছাড়াও পলাতক আসামী মোছাঃ কাঞ্চন বেগম (৫০), স্বামী-মৃত মানিক মন্ডল, সাং-আমলাপাড়া (বড় ড্রেন), থানা ও জেলা-কুষ্টিয়া এর ফেলে যাওয়া ৬৫ (পয়ষট্টি) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ধৃত আসামীর হেফাজতে থাকা ১০ (দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, সর্বমোট-৭৫(পচাত্তর) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করেন।পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-১১, তারিখ-১২/০৭/২০২৪, ধারা-৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।