কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয় ইউনিয়নের ছাতারপাড়ার বেগুনবাড়ীয়া গ্রামের মৃত রমজান গাইনের দুই ছেলে নজরুল ইসলাম নজু (৪৫) ও হামিদুল ইসলাম হামেদ(৫৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতরভাবে আরো পাঁচজন আহত হয় এবং আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
বুধবার বিকালের দিকে আওয়ামী রাজনীতি সাথে জড়িত নিহত আপন দুই ভাই সহ এলাকার ৮/১০ জন মিলে স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গেলে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় তাদের উপর।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার নজরুল ইসলাম নজু (৪৫) ও হামিদুল ইসলাম হামেদ(৫৫) কে মৃত বলে ঘোষণা করেন।
এলাকার স্থানীয় জনগনের ভাষ্যমতে জানাযায় দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিহত ব্যক্তিদের সাথে শত্রুতা চলে আসতে ছিল প্রতিপক্ষের লোকজনের। গেল ৫ আগষ্টের পর থেকে নানা ধরনের উস্কানি মূলক কথা বলে উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি করতে মরিয়া হয়ে ওঠে হামলাকারীরা।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থলে আছি। দুজনের লাশ কুষ্টিয়া মর্গে রয়েছে।