সিলেট শহর থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বানের পানি। শুক্রবার (২০ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়।
ভয়াবহ বন্যায় প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি সিলেট নগরের লাখ লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, অনেকেই উঠেছেন আশ্রয়কেন্দ্রে।
প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়ে আছেন, সিলেট নগরীর লাখ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজনের বাড়িতে ঠাঁই হয়েছে অনেকের। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে শান্তিগঞ্জ উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি এলাকা। জেলার ৩টি হাসপাতালে পানি ওঠায় বিপাকে আছেনসেবা প্রত্যাশীরা।
নগরীর বিভিন্ন এলাকা যেমন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দুর্ভোগে রয়েছেন বন্যাকবলিতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করেছে।