মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মধ্যে পাড়া আলম বাজার এলাকায় বন্যা খাতুন (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এক সন্তানের জননী বন্যা কাজীপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে ও একই ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা হযরত আলীর পুত্রবধূ এবং সৌদি প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী।
আজ (২১-মে) শনিবার সকাল ৯টার দিকে কাজিপুর গ্রামের বাবার বাড়ির একটি ঘরে বন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, বন্যার স্বামী বেশ কয়েক বছর সৌদিআরবের জেদ্দায় প্রবাসী হিসেবে রয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে তার স্বামী দেশে আসার কথা রয়েছে। ঠিক তার আগেই তিনি আত্মহত্যা করেছেন। বন্যার সংসার জীবন সুখময় ছিলোনা প্রবাসী স্বামী খায়রুল ইসলামের সাথে, যার ফলে বন্যা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক জহির রায়হান বলেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।