দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেচিয়ে সাজু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বউয়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে সাজুর পরিবার থেকে জনা গেছে। ২০ মে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সাজু মিয়া উপজেলার মগলিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ১ বছর পূর্বে উপজেলার বরাতীপুর গ্রামের দুলালের মেয়ে সীমা আক্তারের সাথে সাজুর বিয়ে হয়। কিছুদিন প‚র্বে তার স্ত্রী তার পিতার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার দুপুরে স্ত্রী সীমা আক্তারকে নিয়ে আসার জন্য মোবাইলে সাজুর কথাবার্তা হয় এবং কথার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে দুপুরে বাড়ির লোকজন জুমার নামাজে গেলে সাজু মিয়া তার নিজ শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন নামাজ থেকে ফিরে এসে ঘরের দরজায় ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট থানার (ওসি) ইন্সপেক্টও তদন্ত মোঃ মমিনুল ইসলাম জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মরদেহ শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি।