কুষ্টিয়ার দৌলতপুরে শরিকানা জমি হস্তগত করার উদ্দেশ্যে ছেলে তার মা’কে মেরে আহত করার সংবাদ পাওয়া গেছে। হামলায় নাতিরাও অংশ নিয়েছে মর্মে থানায় অভিযোগ জমা পড়েছে। এই ঘটনায় অাহত হয়ে রেহেজান খাতুন ও তার নিরীহ ছেলে হাসেম মন্ডল দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে জানা যায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিবাদী মোঃ সম্রাট মন্ডল, শামসুল মন্ডল, মিঠু ও মনোয়ারা খাতুন মুনু গণ গতকাল শনিবার বেলা ০৩.০০ ঘটিকার সময় হাতে বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে রেহেজান ও তার অবিবাহিত পুত্র হাসেম মন্ডলের উপর চড়াও হয়। তাদেরকে গালিগালাজ ও বেদম মারপিট করে। আহতাবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। ছেলে কর্তৃক অশীতিপর বিধবা বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো স্বার্থের কারনে তাকে পিটিয়ে আহত করে বাড়ি ছাড়া করার চক্রান্ত করায় এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়েছেন ও মায়ের গায়ে হাত তোলা কুলাঙ্গার পুত্র ও সহযোগী সম্রাটসহ লোভী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, এবিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।