পুনাক কুষ্টিয়ার উদ্যোগে মা ও শিশু পূর্ণ বাসন কেন্দ্রে মৌসুমী ফল ও ঔসধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় পুনাক কুষ্টিয়ার সভাপতি দিলরুবা আলম নিজে উপস্থিত হয়ে জেলার সার্কিট হাউসের সামনে অবস্থিত মা ও শিশু পূর্ণ বাসন কেন্দ্রে থাকা বৃদ্ধা মায়েদের হাতে এ মোসুমী ফল ও ঔষধ তুলে দেন।
মোসুমী ফল ও ঔষধ বিতরণ সময় পুলিশ সুপার কুষ্টিয়ার সহধর্মিণী ও পুনাকের সভাপতি দিলরুবা আলমের সাথে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, এসপি মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ও পুনাকের কোষাধ্যক্ষ খায়রুন্নেসা, ও অতিঃ পুলিশ সুপার রাজিবুল ইসলামের সহধর্মিণী ও পুনাকের দপ্তর সম্পাদক আনিতা আশরাফী দিবা।
এ-সময় পুনাকের সভাপতি দিলরুবা আলম বলেন সকলের উচিৎ বৃদ্ধা মায়েদের পাশে থেকে তাদের সেবা যত্ন করা এবং তাদের খোঁজ খবর রাখা।
কারণ এই মায়েরাই আমাদের প্রিথিবির আলোর মূখ দেখিয়েছে।