আমরা সবাই কুষ্টিয়া সংগঠনের উদ্যোগে আল-আমিন শেখ হিমেল এর নেতৃত্বে কুড়িগ্রামের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাবেশ চড়, ও চড় গুজিবাড়ি এলাকার কিছু এলাকায় বন্যার্তদের সাহাযার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বেচ্ছাসেবক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক লোক এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পর্যায়ের একাধিক সংগঠন ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন গ্রাম ও শহরের বানভাসি মানুষের কাছে রান্না করা ও শুকনা খাবার থেকে শুরু করে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে ত্রাণসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায়ও চলছে ত্রাণ বিতরণ।
ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাব্বির রহমান লুকাস,, রিয়ন আহমেদ সুজন, হোসাইন মাহমুদ নাঈম, ইমরান, মাহমুদুল হাসান, সানজিদ ইসলাম রনি, সাব্বির রহমান, অন্তর, নাজমুল,