কুষ্টিয়া শহরে প্রতিমা বিসর্জনের সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় গড়াই নদীর তাজলক্ষ্মী ঘাট এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
নিহত দীপ্ত বাগচী কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে। কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে দীপ্ত বাগচী ও ওই এলাকার প্রায় ১০ জন প্রতিমা বিসর্জন দিতে যান। প্রতিমা বিসর্জনের সময় অরিত্র কর নামের তাদের সাথের একজন পানিতে ডুবে যেতে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় দীপ্ত। অন্যান্যরা অরিত্রকে উদ্ধার করলেও নিখোঁজ হয় দীপ্ত। দীপ্ত ও অরিত্র একই এলাকার বাসিন্দা ও একে অপরের বন্ধু। কিছুক্ষণ পরে দীপ্তকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অরিত্র কর বলেন, গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে আমি পানিতে ডুবে যাচ্ছিলাম। এসময় দীপ্ত আমাকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় তুষার আর বিপ্লব আমাকে উদ্ধার করে। আমাকে বাঁচাতে গিয়ে দীপ্তর মৃত্যু হল। সারা জীবন এই কষ্ট বহন করে বেড়াতে হবে।
নিহতের স্বজন ছোটন বলেন, মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরের দূর্গা ঠাকুরের প্রতিমা বিসর্জন দিয়ে থাকি। আমাদের মন্দিরে রাখা ছিল প্রতিমাটি। সেটা বিসর্জন দিতে গিয়ে দীপ্তর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।