গতকাল রাতে মোল্লাতেঘরিয়া সর্দার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক লক্ষ এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। মুল হোতা মোজাম্মেল হক সাগর নামে একটি পালিয়ে গেছে বলে জানা যায়। আটক কৃত হলেন কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের ওহাব শেখের ছেলে শাহ আলম (২২)।
র্যাব সূত্রে জানা যায় : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ০৩ জুলাই ২০২২ ইং তারিখ রাত ১০:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মোল্লাতেঘরিয়া সর্দারপাড়া গ্রামে’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১,০১,০০০.০০/- (একলক্ষ এক হাজার) টাকা মূল্যমানের জাল টাকা সহ ০১ জন জাল টাকা কারবারীর সক্রিয় সদস্য মোঃ শাহ আলম (২২), পিতা-মোঃ ওহাব শেখ, সাং-মোল্লাতেঘরিয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং মোঃ মোজাম্মেল হক @ সাগর (৩৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-মোল্লাতেঘরিয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া রাতে আধারে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই ধরণের জাল টাকা কারবারীর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান সচল রেখে জাল টাকা মুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।