কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাট থেকে দেশীয় অস্ত্র সহ দুই যুবককে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার সকালে কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাট থেকে ওই দুই যুবককে ধরে স্থানীয় জনতা।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার কয়া ইউনিয়ন পরিষদে একটা সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। এই সালিসি বৈঠকে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন যুবক ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ঘোড়ার ঘাট এলাকা থেকে স্থানীয় জনতা দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে।
দুই যুবক হলেন, কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আসিফ শেখ (২২) ও একই এলাকার রফিক উদ্দিনের ছেলে জিহাদ শেখ (২০)। কয়া ইউপি চেয়ারম্যান আলী হোসেন জানান, সকালে স্থানীয়রা আমাকে খবর দেয় দুই জনকে অস্ত্রসহ ধরেছি। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ব্যাগের ভেতর চাইনিজ কুড়াল ও ড্যাগার রয়েছে। আমি সঙ্গে সঙ্গে কুমারখালী থানা পুলিশ কে খবর দিই। পরে কুমারখালী থানা পুলিশ এসে তাদের নিয়ে যায়। তিনি আরো বলেন, আসিফ এর বড় ভাই আনিচ বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার প্রধান আসামি। এই ছেলেগুলা এলাকায় বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ওদের কাছে তেমন কিছু পাওয়া যায়নি। তাদের কাছে একটি কলের পাইপ ও ছোট একটি চাকু পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি।