কুষ্টিয়ার হালসায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার সকাল ৭টার ৩০ মিনিটের দিকে হালসা রেল স্টেশন এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছ।
দুর্ঘটনায় একটি কনটেইনার থেকে প্রায় ৪২টন তেল পড়ে নষ্ট হয়ে গেছে, ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি।
বগি লাইনচ্যুত মেইন লাইনে হলেও, এই রুটে ডাবল লাইন থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন
জেলার পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান , খুলনা থেকে সকালে তেলবাহী ঞ ট্রেনটি ১৬টা বগি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল।
শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে হালসা রেল স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে মেইন লাইনে পড়ে যায়।
ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সেগুলো উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত বগি ও ইন্জিন উদ্ধার করে।