1. admin@protidinerkushtia24.com : pk24 :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত কারাগারে ছাত্রদল নেতা বুলবুল রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল পদ্মার বুকে কাঠের ব্রিজ যান্ত্রিকতার ছোঁয়া চরাঞ্চলে  দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র গোলাবারুদসহ ৩ জন আটক দৌলতপুর থানা পুলিশের সফল অভিযানে অস্ত্র-গুলি উদ্ধারসহ দুজন গ্রেপ্তার  দৌলতপুরে ছিনতাইয়ের নাটক ! নিজের জালে নিজেই ধরা দৌলতপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু  দৌলতপুরে তেলের গোডাউনে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত কৃষক দল নেতা সাকবর এর ১ম মৃত্যুবার্ষিকী পালন

কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিল সহ আটক -২

কুষ্টিয়া প্রতিনিধি //
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৬ Time View

কুষ্টিয়া দৌলতপুর আল্লাহর দর্গা জয়ভোগা গ্রামে রাত ৪.৩০ হতে ০৫ : টা পর্যন্ত কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে ফেন্সিডিল উদ্ধার সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সজিবুর রহমান (৩৫) ও রনি (৩০), উভয় সাং ৪ নং মরিচা ইউনিয়ন, দৌলতপুর থানা ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার দেয়া তথ্য মতে জানা যায় ২৯/০৮/২০২২ ইং তারিখে রাতভর দৌলতপুরে অভিযান চলমান ছিলো ।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় য়ে, আল্লাহর দর্গা , জয়ভোগা গ্রামস্থ জাহিদ এর মুদি দোকানের সামনে ভারতীয় অবৈধ ফেন্সিডিল বেচাকেনা হচ্ছে, সেখানে অভিযান করে ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করা হয় ।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শেখ আবুল কাশেম , এস আই সানোয়ার হোসেন ও সর্ব সিপাহী গণ ।কুষ্টিয়া দৌলতপুর থানাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা নং-৮৪,তারিখ-২৯/০৮/২০২২,ধারাঃমাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সনের, ৩৬(১) সারনীর ১৪(খ) ও ৪১, আসামী সজিব ও রনি দীর্ঘ দিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিলেন ।

ধৃত আসামী সজিব ও রনি-র বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, সজিব স্থানীয় প্রত্যেকের কাছে একজন নামকরা মাদক ব্যবসায়ী নামে পরিচিত, কি ব্যবসা করেন সেটা সজিবের এলাকার কেউ জানতোনা । সজিব ও তার চাচা একরাম মাষ্টারের দেয়া তথ্য মতে, সজিব থাকতো সাতক্ষীরা ভোমরা ( দিনাজপুর ) , যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা দর্শনা,
এসব বর্ডার অঞ্চল ।

এলাকার লোকজন বলেন, সজিব এত দ্রুত আলাদ্দীনের চেরাগ পেলো কেমন করে, এ মাদকের মামলা হওয়ার পর স্থানীয় জনমনে নানান গুঞ্জন চলছে, এমন কিছু আলোচনা চলছে একরামুল হক (মাষ্টারের) কাছে সজিবের সব মাদক ও স্বর্ণ চোরাচালনের অর্থ জমা থাকে।

এস,আই সানোয়ার ও এস,আই শেখ আবুল কাশেম এদের সামনে সজিবের চাচা একথাও বলেন, আমার ভাতিজা সজিব সে মাদকের ব্যবসা করুক ও স্বর্ণের ব্যবসা করুক এতে আপাদের কি সমস্যা! ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia