ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার দুই শিক্ষার্থী অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ায় দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা নিয়ে গড়ে উঠা গড়াই ছাত্র কল্যাণ সংস্থা।
সংস্থাটির সাথে কথা বলে যায় যায়, এই দুই শিক্ষার্থী তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তার কথা গড়াই ছাত্র কল্যাণ সংস্থাকে জানালে এই দুই শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক উদ্যোগ নেয় এই সংস্থাটি ।
গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় গড়াই পরিবারের পক্ষ থেকে দুই শিক্ষার্থীকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়৷
দুই শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর ও খোকসা উপজেলায়।
এ বিষয়ে গড়াই ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ছোটন আলী বলেন, কুষ্টিয়া কোনো মেধাবী মুখ যেন অর্থনৈতিক প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং ঝরে না পড়ে সে বিষয়ে গড়াই ছাত্র কল্যাণ সংস্থা সদা জাগ্রত।
গড়াই ছাত্র কল্যাণ সংস্থা সভাপতি রহুল ইসলাম বলেন, দোয়া করি তাদের আগামীর পথচলা মসৃণ হোক ,গড়াই পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । নবীনদের পদচারণায় মুখরিত হোক ঢাবি ক্যাম্পাস , তাদের হাত ধরে আরো সমৃদ্ধ হোক আমাদের গড়াই।