1. admin@protidinerkushtia24.com : pk24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ৯/১১ ব‍্যাচের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

“বন্ধুই শক্তি,বন্ধুই প্রাণ” প্রতিপাদ‍্য কে সামনে রেখে এসএসসি -২০০৯ ও এইচ এসসি-২০১১ ব‍্যাচের শিক্ষার্থীদের ভার্চুয়াল প্লাটফর্ম ” ইনভিনসিবল-৯/১১ বাংলাদেশ ” এর ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে কুষ্টিয়া জোনের উদ‍্যোগে শুক্রবার(২৩ সেপ্টেম্বর ) শহরের রেইন উইক পার্ক এন্ড রিসোর্টে এক আলোচনা সভা,নৌকা ভ্রমণ,কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। দিবস টি উপলক্ষ্যে আরাফাত,শেখ রাসেল,
আশিক,নাবিলা,মেহেদী,জীবন,তৌফিক,চন্দনসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই ব‍্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুধু আড্ডা নয় পেশাগত কাজে পারষ্পারিক সহযোগিতা ও বিপদে একে অপরের পাশে দাড়ানোর জন‍্য এই প্লাটফর্মের সদস‍্যরা অগ্রনী ভূমিকা পালন করবেন এমন টাই প্রত‍্যাশা ব‍্যক্ত করেন বক্তারা। উল্লেখ‍্য যে,আগামী ২ ডিসেম্বর -২০২২ কুষ্টিয়ায় ৯/১১ ব‍্যাচের উদ‍্যোগে আরেকটি মিলনমেলার আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia