কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের, হাচান পুর গ্রামের রুহুল আমিন আজিজের ছেলে মাদক ব্যবসায়ী নাইচ আলী (২৪) কে ৩০ পিচ নেশাদ্রব্য ইয়াবা সহ হাতেনাতে আটক করেছে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই এলাকার রুহুল আমিন আজিজের ছেলে নাইচ আলী বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো।
তারি ধারাবাহিকতায় রোববার (০৯/১০/২০২২) ইং তারিখ দুপুর তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এসআই সাব্বিরের নেতৃত্বে , এস আই সেলিম, কনেস্টবল জামিরুল ও সাকিলের অভিযানে নেশাদ্রব্য ও ইয়াবা বিক্রি করার সময় ৩০ পিচ ইয়াবা টেবলেটসহ হাতেনাতে নাইচ কে আটক করে।
আটককৃত নাইচ এর সম্বন্ধে এস আই সাব্বির জানান, ঐ এলাকায় নাইচ সহ বেশ কিছু মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছ। তাদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে ।
এদিকে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু বলেন, সে মাদক ব্যবসা করতো কি না সেটা আমি সঠিক ভাবে জানতাম না। তবে মাদকের সাথে যদি তার সংশ্লিষ্টতা থেকে থাকে অবশ্যই তার আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রিফাইতপুর ইউনিয়নের হাচান পুর গ্রামের রুহুল আমিন আজিজের ছেলে নাইচ আলী তার নিজ বাড়িতে নেশাদ্রব্য ইয়াবা টেবলেট বেচাকেনা করছে এমন অবস্থায় দৌলতপুর থানার একটি চৌকস আভিধানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে তাকে ৩০ পিচ ইয়াবা টেবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, উপজেলায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। মামলা প্রক্রিয়াধীন।