1. admin@protidinerkushtia24.com : pk24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

জেলা গোয়েন্দা শাখা যশোর কর্তৃক-গুলি,অস্ত্র,সরঞ্জামাদি উদ্ধার সহ গ্রেফতার ০৩

যশোর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View

যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা যশোর জেলায় গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ১৩/১০/২২ খ্রিঃ তারিখ ২১:৫০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনস্থ রাঙ্গামাটি গ্যারেজের পার্শ্বে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ভিতর হতে আগ্নেয়াস্ত্র তৈরির সময় হাতেনাতে আসামী (১) আঃ আজিজ, (২) কুদ্দুস আলী, (৩) সুমন হোসেন দের গ্রেফতার করেন এবং নিম্নে উল্লেখিত আলামত উদ্ধার করেন।

এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৮, তাং- ১৪/১০/২২ খ্রিঃ, ধারা- দি আর্মস এ্যাক্টস্ 1878 এর 19A/19(f) রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের আড়ালে আগ্নেয়াস্ত্র, গুলি প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
(১) আঃ আজিজ (৪৪), পিতামৃত- এলাহি বক্স, সাং- বেজপাড়া আকবরের মোড়, (২) কুদ্দুস আলী (৩০), পিতা- আহম্মদ আলী, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া, (৩) সুমন হোসেন (২৫), পিতা- ফারুক হোসেন, সাং- বাহাদুরপুর পার্কের মোড়, সর্বথানা- কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
(১) ০২টা দেশীয় ওয়ান শুটারগান, (২) ০৩টা ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার, (৩) ০৩টা ৭.৬৫ বডি ও ০৩টা হাতল, (৪) ৭.৬৫ পিস্তলের ০৮টা ম্যাগজিন, (৫) ০১টা গ্লান্ডার মেশিন, (৬) পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার ০৭টা, (৭) পিস্তলের সেফটিক লক ০১টা, পিস্তল তৈরির চ্যানেল ০৪টা, ০৭টা স্প্রিং, (৮) ০৫ রাউন্ড কার্তুজ, (৯) একটা ড্রিল মেশিন।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”

ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর এর পক্ষে মিডিয়া সেল, যশোর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia