শুক্রবার (১১/১১/২০২২ইং) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের রাকিব হাসান (২০) নামের এক যুবককে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
আটককৃত রাকিব দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকার জিন্নাত মোল্লার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সেলিম ও এস.আই হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের মৃত নিপুল মোল্লার বাড়ির পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনাকালীন পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালীন এলাকাবাসীর সহযোগীতায় দুই জনকে আটক করে তাদের দেহ তল্লাশির সময় একজনের কোমরে থাকা পাঁচ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও একটি চায়না ডায়াং-৮০ মোটর সাইকেল আটক করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর
রহমান জানান, পাঁচ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটককে করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলতেছে!