কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের দৌলতপুর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাসের নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট ফারুক আলম পান্না,প্রধান শিক্ষিকা হোসনেয়ারা খাতুন ও সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা এ সম্মাননা ক্রেস্ট প্রদান করে চেয়ারম্যান কে।
রিফাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট ফারুক আলম পান্না বলেন, এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এই উপজেলায় নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম করেই চলেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও তার গুণাবলী অতুলনীয়, বিশেষ করে শিক্ষা কার্যক্রমে তার ভূমিকা অপরিসীম। যেমন নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, উপজেলায় যে কোন এলাকায় অসহায়ও অবহেলিত ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের দায়িত্ব গ্রহণের মত অসংখ্য কাজেও তার কোনো জুড়ি নেই। এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস খুলনা বিভাগীয় পর্যায়ে উপজেলা পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলার একজন বাসিন্দা হিসেবে আমিও গর্বিত। এবং আমি আশা করি তারা এমন নানাবিধি উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
রিফাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট ফারুক আলম পান্না সহ শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানিয়ে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস বলেন, দৌলতপুর উপজেলা বাসি আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমার সারা জীবন মনে থাকবে। এবং আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তাদের সেই ভালোবাসার মর্যাদা রাখব এবং তাদের সেবা করে যাব।