কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়ার মিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির চেষ্টা করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে মিরপুর উপজেলার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ বলেন, আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব দিলরুবা আমাকে ফোন করে সরকারি মোবাইল নাম্বার থেকে টাকা চাওয়ার বিষয়টি বললে তিনি বলেন, না আমি তো ফোন করিনি।
হারুন অর রশীদ আরও বলেন, মানুষ এখন বেশ সচেতন। তাই কেউ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।