কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) উপজেলা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার। সেই মঞ্চে মাদক মামলার আসামী মোকলেচুর রহমান মিন্টু জেলা প্রশাসকের পিছনে দাড়িয়ে ছিলেন এবং মঞ্চের সামনে বসে থাকা জনগণকে হাত নেড়ে নির্দেশনা দিতে দেখা যায়।
জানাযায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের শামসুজ্জোহা রোড কোর্টপাড়া থেকে ২৮৭ পিস ইয়াবাসহ মোকলেচুর রহমান মিন্টু ও তার একজন সহযোগী র্যাবের হাতে আটক হয়েছিলেন।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, মঞ্চে যে কেউ থাকতে পারে এতে সমস্যা কি! আমরা তো জানি না তিনি মাদক ব্যবসায়ি।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, কে মাদক ব্যবসায়ি তা জানা নাই। জানা থাকলে মঞ্চে উঠতে দিতাম না।
মোকলেচুর রহমান মিন্টুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মেবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।