সোমবার দুপুরে ৩০ নং বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সহকারী শিক্ষিকা মোছাঃ সামরোজ সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
পারিবারিক কারণে বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী হলেন তিনি। এদিন তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সকলের সঙ্গে নিবিড় ও সুসম্পর্ক ছিল সকলের প্রিয় শিক্ষিকা সামরোজ সুলতানা। এদিন তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে শিক্ষক- শিক্ষিকাদের আবেগ আপ্লুত হয়ে পড়ে।