কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুই টা ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকায় মুজাম মোল্লার ছেলে মামুন মিয়া অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব খায়রুল আলম স্যার এর নির্দেশনা অনুযায়ী আমার নেতৃত্বে এস আই সেলিম রেজা, এ এস আই সাগর ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার দুপুরে সুকার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন দৌড়ে পালালে তার বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুই টা ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।