আজ ঐতিহাসিক ৭ই মার্চ , ২০২৩ খ্রিষ্টাব্দ ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত জাতীয় এ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, খুলনার আয়োজনে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশ এবং শিশু বঙ্গবন্ধু কণ্ঠে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান। খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। উল্লেখ্য, অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২০ জন শিক্ষার্থী উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) করে।