পাতা দিয়ে, বোতল দিয়ে, ইট দিয়ে, ঘড়ি দিয়ে, চশমা দিয়ে একাই বাসের অনেকগুলো সিট ধরার ঘটনায় অস্বস্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ শিক্ষার্থী।
এই অসঙ্গতিপূর্ণ বিষয়গুলোর সুন্দর সমাধানের জন্য দীর্ঘদিন ধরেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ২০২১ – ২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: আসিফ মর্তবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে যৌক্তিক আলোচনা করে আসছেন। তার করা বিভিন্ন পোস্টে অনেক শিক্ষার্থীকে তাদের এই সংক্রান্ত অসুবিধার বিষয়ে মন্তব্য করতে দেখা যায়।
এই ধরনের ঘটনার প্রমাণ স্বরূপ ১২-০৩-২০২৩ তারিখে বিকাল ৪টায় কুষ্টিয়ার ত্রিমোহনীগামী বাসে ঘড়ি দিয়ে ছিট ধরার ছবি পোস্ট করায় সম্মান ২০১৮ – ১৯ সেশন একাউন্টিং ডিপার্টমেন্টের পরিচয় দানকারী একজন শিক্ষার্থী তার সাথে অশোভন ব্যবহার করে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, অশোভন ব্যবহারকারী ঐ শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অভিযোগ জানাবেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পরিবহনের অপর্যাপ্ততা এবং কিছু শিক্ষার্থীর অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ অনেক সাধারণ শিক্ষার্থীর ভোগান্তির কারণ।
Nepotism এর শিক্ষা দেয় বা যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন আচরণ বিধি ব্যক্তি দেশ বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না।
একটি সুশৃঙ্খল স্বাভাবিক সুন্দর পরিবহন ব্যবস্থার জন্য তার এই প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানান।