কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া খাদিমপুর উত্তরপাড়া এলালার মোঃ সামী (৯) নামের এক শিশু আজ বেলা সাড়ে বার টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যূবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত সামী একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুল হক মজনু (মিলিটারি)’র নাতিছেলে ও পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলাম মামুনের ছেলে।
শিশু সামীর মৃত্যুতে উল্লেখিত এলাকায় শোকের ডোল নেমে এসেছে।