আজ ৮ই এপ্রিল রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি সারা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে কর্মসূচি বানচাল হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতেও । কিন্তু এরই ব্যাতিক্রম হিসেবে ভেড়ামারা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান আলী তার রাজনৈতিক কার্যালয়ে উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় করেন। তিনি বলেন বর্তমানে ভেড়ামারা উপজেলা বিএনপি আরো সাংগঠনিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং উপজেলার প্রতিটি পর্যায়ে নেতাকর্মীরা সক্রিয়ভাবে দলের জন্য কাজ করছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শিহাবুল মেম্বার, ভেড়ামারা উপজেলা সেচ্ছাবকদলের সদস্য সচিব সোহাগ হোসেন,সেচ্ছাবকদলের নেতা সবুজ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শিবলু আহমেদ, ওয়াশিম আকরাম, স্বাধীনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।