পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। এদিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রত্যেকে আলাদা আলাদাভাবে দিনটিকে বরণ করে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষ ১৪৩০ বরন করে নেয়া হয়। ১৪৩০ বঙ্গাব্দ কে বরণ করে নিতে মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের পহেলা বৈশাখের র্যালি বের করে। র্যালি শেষে সাধারণ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গন। স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্ষুদ্র পরিসরে এবারের বাংলা নববর্ষ পালন করা হয়।