কুষ্টিয়া ভেড়ামারার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হলরুমসহ সামনের মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোস্তানজিদ লোটাস, সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল আসিফ ইকবাল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি তদন্ত আকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, কৃষি কর্মকর্তা শায়খুল হাদীস, এডভোকেট আশরাফুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন এর নেতাকর্মী বৃন্দ। প্রায় ২২ শতাধিক লোক ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।