বর্তমানে ৪০° তাপমাত্রার মধ্যে বিদ্যুৎ যেন এক সোনার হরিণ। বর্তমানে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর তীব্রতা।
হোমনা উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ এই আসে,এই যায়। পুরো দিনে দশ ঘণ্টাও বিদ্যুৎ থাকে কিনা বলা দুষ্কর। হোমনায় বিদ্যুৎ সার্বক্ষণিক থাকা প্রয়োজন । দিনে বা রাতে যে কোন সময়েই হোক, বিদ্যুতের অনুপস্থিতি বর্তমান জীবনে হাজার সংকট ও সমস্যার সৃষ্টি করে।
ইফতারির সময়,তারাবি নামাজের সময় এবং সাহরীর সময় ও থাকে না বিদ্যুৎ। বিদ্যুৎ বার বার আসা যাওয়ার ফলে ভোগান্তিতে পড়তে হয়ে হচ্ছে অসুস্থ এবং বৃদ্ধ মানুষ গন। বিদ্যুৎ না থাকার কারণে নষ্ট হচ্ছে ফ্রিজের মধ্যে থাকা মাছ,মাংস ও ফ্রিজে রাখা নিত্যপ্রয়োজনীয় তরিতরকারি।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়ার ঘটনা ঘটে। বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া ১ঘন্টা চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোদের তীব্রতা এতো বেড়েছে যে মানুষ এক মুহূর্তের জন্য বাহিরে গিয়ে থাকতে পারছে না রোজা রেখে। কবে হবে বন্ধ এই লোডশেডিং