কুষ্টিয়া শহরের ১৩ নং ওর্য়াডে স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ রমজান বাদ আসর সংগঠনের সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক তরুণ প্রজন্মের অহংকার রেজাউল রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পাখি, দৈনিক সময়ের কাগজ এর সম্পাদক নুরুন্নবী বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাধারন সম্পাদক মাহমুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, কৃষকলীগ নেতা শাহেদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মুন্না, আনিচুর রহমান এর উপস্থিতিতে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, পোলাও চাল, মসলা, দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেয়। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের ভালোবাসা ও আন্তরিকতার ফল স্বরুপ এই ছোট্ট উদ্যোগ। আশা করি আগামীতে এই কার্যক্রম আরো বৃহত জনগোষ্ঠীর মাঝে সম্পন্ন হবে। উল্লেখ, মানবকল্যান ফাউন্ডেশন বারখাদা সহ বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকদের দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভুমিকা রেখেছে ২০১৯ সাল থেকে।