জোরপূর্বক জমি দখলের চেষ্টায় দৌলতপুর উপজেলার ১১ নং আদাবাড়িয়দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একই এলাকার মৃত আতর মন্ডলের ছেলে খলিলুর রহমান।
সোমবার দুপুর ১২ টার দিকে খলিলুর রহমানের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দৌলতপুর থানাধীন ডাংমড়কা ত্রিমোহনী মোড়ে ডাংমড়কা মৌজায় অবস্থিত আর এস ৪৬৩ খতিয়ানে আর এস ১১০০ দাগে ১৮ শতক জমির মধ্যে ২৭/০১/২০১৪ ইং সালে এওয়াজ মুলে আমি মলিক হই।
পরবর্তীতে একই এলাকার আফিরুল ইসলাম নামে এক ব্যক্তি আমার নিকট থেকে জমি ভাড়া নিয়ে রাইস মিল দিয়ে ব্যবসা করতে থাকে।
এমন অবস্থায় আমাকে কিছু না জানিয়ে আফিরুল ইসলাম গোপনে উক্ত রাইস মিল চেয়ারম্যান আব্দুল বাকি’র নিকট বিক্রি করে দেয়।
পরে আমি জানতে পেরে আমার খরিদ কৃত জমি হইতে আফিরুলকে রাইস মিল আপসারন করার জন্য বলি, সে মিল অপসরন না করে চেয়ারম্যান আব্দুল বাকি ও তাহার লোকজনের প্রভাব খাটিয়ে আমার জমিতে অনধিকার চর্চা করে জোর পূর্বক রাইস মিল চালানোর চেষ্টা করে।
৩০/০৪/২০২৩ ইং তারিখে বিকাল অনুমান ০৪.৩০ টার সময় চেয়ারম্যান আব্দুল বাকি ও তার লোকজন আমার জমিতে উপস্থিত হয়ে জবর দখল করার চেষ্টা করে, এমন অবস্থায় এক পর্যায়ে বাদ-প্রতিবাদ ঘটলে চেয়ারম্যান আব্দুল বাকি ও তার লোকজন আমাকে মারমুখী ভঙ্গিতে ধাক্কাধাক্কি করতে থাকে।
এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। হুমকি-ধামকির এক পর্যায়ে চেয়ারম্যান আব্দুল বাকি এও বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে এই জায়গায় আমি পাকা ঘর নির্মাণ করব দৌলতপুর উপজেলায় তোর কোন বাপ আছে পারলে ঠেকা।
এখন ভুক্তভোগী খলিলুর রহমান নিজ সম্পত্তি ফিরে পেতে ঘুরছে দ্বারে দ্বারে।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক বিচার চাই।
এ সময় সেখানে স্থানিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।