কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া বাজারে বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে হাটখোলাপাড়া গ্রামে ফরিদ সরদারের গরু বজলু মালিথার পাট ক্ষেতে যায়।
এ নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে ঝগড়া হয়।
পরে আজ বুধবার বিকেল ৫টার দিকে হাটখোলাপাড়া বাজারে মালিথা ও সরদার বংশের লোকজনের মধ্যে ফের এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে ভ্যালোশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নামে ২ জন নিহত হন। সংঘর্ষের ফলে হাটখোলাপাড়া বাজার ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় আরো দুইজন, জালাল মালিথা ও মন্টু মালিথা কে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে বর্তমান তারা আইসিইউতে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন জালাল-মালিথার ছোট ছেলে আব্দুর রব।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুইজন নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, হাটখোলাপাড়া বাজার এলাকায় বর্তমান অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।