1. admin@protidinerkushtia24.com : pk24 :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

মানবিক ডাক্তার খ্যাত ডা: মুসা কবিরের ১০০০ আম বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১২৪ Time View

“বৃক্ষরোপণ হোক সামাজিক আন্দোলন স্লোগানে এসএফএ’র ৫ম বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন”

প্রকৃতিতে এখন বর্ষাকাল। আর বর্ষা হলো গাছ লাগানোর মোক্ষম সময়। এই বর্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণ ও প্রকৃতির কথা ভেবে ১০০০ (এক হাজার) আমগাছ রোপণের মহৎপ্রাণ উদ্যোগ নিয়েছেন মানবিক ডাক্তার খ্যাত ‘ডাঃ এ.এস.এম মুসা কবির৷’ উদ্যোগটির সফলতায় কাজ করছে উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংস্থা “স্মাইল ফর অল এসএফএ”। সংস্থাটির এটি বৃক্ষরোপণ ৫ম সিজন। এরই ধারাবাহিকতায় ১ জুলাই বিকেল ৪ ঘটিকার সময় বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মানবিক ডাক্তার ও তার সহধর্মিণীর উপস্থিতে উদ্বোধনী আয়োজনটি আলোকিত ও স্মরণীয় করে রাখতে উপস্থিত হয়েছিলেন দৌলতখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মো: মজিবর রহমান, এসএফএ’র উপদেষ্টা মণ্ডলীয় দৌলতপুর ডিগ্রি কলেজ এর প্রভাষক জনাব মো: তানজিন হাসান শাহীন, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সমাজসেবী মোছাঃ মারুফা ইয়াসমিন সুরভী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবী মর্তুজা আলম ফিরজ সহ এসএফএ সংস্থার দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

উদ্বোধনী আয়োজনের সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ মুসা কবির সিঙ্গাপুরে সাথে তুলনা করে বলেন “আমরা চাইলেই দৌলতপুরকে সিটি ইন দ্যা গার্ডেনে রুপদান করতে পারি”৷ আর এটার জন্য আমরা আজ থেকে কাজ শুরু করলাম৷ তার বক্তব্যে দৌলতপুরের শিক্ষা, ক্ষুধামুক্ত ও সবুজায়নের প্রচেষ্টার কথা উঠে আসে৷

আয়োজকদের মাঝ থেকে বৃক্ষরোপণের সমন্বয়ক তামিম মুবাশ্বির জানান এবারে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যাতে বেশি মনোনিবেশ থাকবে আমাদের স্বেচ্ছাসেবকদের৷ আমরা উপজেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করা হবে৷
পুরো বর্ষা জুড়ে চলবে এসএফএ’র ৫ম সিজনের বৃক্ষরোপণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia