কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে ১৭ জন শিক্ষার্থীর হাতে ১৭ টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , এ্যাডঃ এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টিপু নেওয়াজ ও দৌলতপুর উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল্লাহ।
এ সময় ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিয়ে চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বলেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে মেয়েরাও এখন অনেকে এগিয়ে , দেশের প্রতিটি মেয়েরা যেন সঠিকভাবে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে তার জন্য সব সময় সুনজর রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার সফল সিদ্ধান্তের কারণে আজ দেশে নারী শিক্ষার ব্যাপক অগ্রগতি হয়েছে। তাই নারীদের অগ্রাধিকারে ও নারীদের সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে শেখ হাসিনার সরকার এদেশে বারবার দরকার।