কুষ্টিয়ার-কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের পুঁটিয়া শত বছরের জর্জরিত সড়ক সমস্যা সমাপ্তির পথে।
গতকাল ২০ এ জুলাই ২০২৩ ইং দুপুরে ১২ টার সময় আনন্দঘন পরিবেশে শুভ উদ্বোধন ঘোষণা করেন ৫ নং নন্দলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। তিনি আরো জানান চলতি বছরে নতুন প্রকল্পে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন । রাস্তার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপির সদস্য সাবুল হোসেন,উপজেলা প্রেসক্লাব কুমারখালীর সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন হোসেন,আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । ভুক্তভোগী মো:রেজু বিশ্বাস স্বাধীন বিশ্বাস,ব্যারিস্টার রাসেল বিশ্বাস,ডাক্তার ইদ্রিস আলী,মোঃ মোসলেম উদ্দিন, মতি,বকুল,ওশের আলী,শাহেব আলী,আলহাজ্ব আ:মজিদ,সামসুল আলী,শাকের আলী ও মরহুম মোসলেম বিশ্বাসের পরিবার সহ প্রায় ১০০ টি পরিবার থেকে জানান, তাদের জন্মের পর থেকেই রাস্তার সুবিধা ছিল। কিন্তু ২/৪ জন এলাকার কিছু দুস্কৃত মানুষের কারণে পুঁটিয়া গ্রামের ঐতিহ্যবাহী মরহুম মসলেম বিশ্বাস সড়কের রাস্তাটি থেকে সাধারণ জনগন বঞ্চিত ছিল। কেউ মারা গেলে খাটিয়া বের করার মতো প্রসস্থ রাস্তাও তাদের ছিল না, প্রায় ১৫/২০ বছর যাবত। শতবছরের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে।এল.জি.ই.ডির উর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলো। কুষ্টিয়া-রাজবাড়ী অঞ্চলিক মহাসড়ক থেকে পুঁটিয়া গ্রামের কৃতি সন্তান মৃত আলহাজ্ব আব্দুল কাদের সাহেবের বাড়ি সংলগ্ন থেকে মরহুম আজগার আলী বিশ্বাস সড়কটির সংযোগ হয় প্রায় ১০০ বছর আগে।