কুষ্টিয়ার ভেড়ামারা ৩ নং জিকে নতুন ব্রীজ তৈরির কাজ পেয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড । স্থানীয় ভাবে কাজের সার্বিক তত্ত্বাবধান করবেন, তানভীর আহম্মেদ তাপস। নতুন ব্রীজ স্থাপনার জায়গা পরিদর্শন করলেন, সড়ক ও জনপথ কুষ্টিয়া জনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আজাদ খান। এসময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ার কবির টুটুল ও ৪ নং ওয়ার্ড কমিশনার সোলামান।
তানভীর আহম্মেদ তাপস জানিয়েছেন কিছুদিনের মধ্যে পুরানো ব্রীজটি ভেঙ্গে ফেলার কাজ শুরু হবে। এবং নতুন ব্রীজটির কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠান ১৮ মাস সময় পাবেন।
বর্তমানে ৩নং ব্রীজটির উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়া, ভেড়ামারা ও দৌলতপুরগামী যানবাহন বিকল্প পথ হিসেবে জিকে ২ নং এবং ৪ নং ব্রীজ দিয়ে যাতায়াত করছে।