বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) বিকেলে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নৌকার পক্ষে গনসংযোগ করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোদবক্স, উপজেলা প্রতিবন্ধী সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাবেক ইউপি সদস্য মানিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মীর কামরুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।