কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে ১৫- ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল চারটার সময় ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক ছাত্রলীগ নেতা রুবেলের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের পিয়ারপুর ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানা বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাপ্পু,সাবেক সভাপতি শামিম হোসেন টগর, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম রবজেল,সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য পিয়ারপুর ইউনিয়ন পরিষদের আঃ রশিদ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহজাহান মন্ডল , ৮ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম, ফজলুল হক,আওয়ামী লীগ নেতা আশেদ ফরাজী,আওয়ামীলীগ নেতা সেলিম রেজা,তহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ মিন্টু,৭ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রিপন,আওয়ামী লীগ নেতা মকসেদ, ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য ও সহ সম্পাদক নয়ন আহমেদ, যুবলীগ নেতা রশিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনি জোয়াদ্দার,আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আখতারুজ্জামান রিপন, সাবেক মেম্বার আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা কালাম, সাবেক মেম্বার হান্নান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসমত মল্লিক,আওয়ামী লীগ নেতা মিজু মল্লিক, আওয়ামী লীগ নেতা ইনতাদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য পাঞ্জু, ২ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য সজিবুর রহমান, ১ নং ওয়ার্ড পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল হক,সহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করার কোন সুযোগ পেতাম না। স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বিএনপির জামাত জোট সরকারের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয় ১৫ ই আগস্টে । সেদিন দেশের বাইরে থাকায় সেই হত্যাকাণ্ড থেকে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বেঁচে যাই।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেই দিন ঐ বর্বর হামলা থেকে বেঁচে গিয়েছিল বলেই আজকে শক্ত হাতে বাংলাদেশের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে বিশ্বের দরবারে। আজ বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটি রোল মডেল। তাই আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পুনরায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
তা না হলে দেশ আবারও পিছিয়ে পড়বে এবং দেশে শুরু করবে বিএনপির জমায়েত জোট সরকার জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যর।
তাই দেশ বাঁচাতে হলে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসাবে জয়যুক্ত করা ছাড়া কোন উপায় নেই।