কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্য বাজারে সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে হালিম বিশ্বাস সুপার মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় সাথী ফুড পার্ক এন্ড রির্সোটের উদ্যোগে তীব্র তাপদাহে ৫শত জনকে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়। রিকশা, ভ্যান, অটোরিকশা, বাস ও ট্রাক ড্রাইভারসহ তৃষ্ণার্ত খেটে খাওয়া মানুষের মাঝে ঠান্ডা পানির বোতল ও স্যালাইন দিয়ে একটু পিপাসা মেটানোর চেষ্টা করেন সাথী ফুড পার্ক এন্ড রির্সোট এর কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কোষাদক্ষ্য আব্দুল আলিম, সাথী ফুড পার্ক এন্ড রির্সোটের পরিচালক আকিবুর রহমান আরজু ও বকুল কুমার দেবনাথ প্রমুখ।###