অভিনব কৌশলে প্রতারণা”- বগুড়ায় র্যাব-১২ এর হাতে গ্রেফতার প্রতারক চক্রের মূলহোতা ও সহযোগী
বিভিন্ন বাহিনী/সংস্হায় সরকারী চাকুরীর প্রলোভনে অসহায় মানুষদের কাছে ৮০/৯০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। তারা অভিনব কৌশলে বিভিন্ন বাহিনী/সংস্হার প্রধানের নামে মোবাইলে জাল এসএমএস প্রেরণ করে প্রার্থী কে চাকুরী প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। ভুক্তভোগীদের নিকট থেকে র্যাব-১২ এর কাছে আসতে থাকে বিভিন্ন অভিযোগ। এর ফলশ্রুতিতে এই প্রতারক চক্রকে ধরতে র্যাব-১২ তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন।
এরই ধারাবাহিকতায়, শনিবার (১১ সেপ্টেম্বর, ২০২১) রাত ০৯:০০ ঘটিকায়, প্রতারক চক্র গ্রেফতারের উদ্দেশ্যে বগুড়া দুপচাঁচিয়া এলাকায় অভিযান চালান র্যাব-১২, বগুড়া কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। এই অভিযানে আটক করা হয় প্রতারক চক্রের মূলহোতা ১. মো: মেহেরুল ইসলাম ও ২. মো: কামরুল হাসান কে। এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারনার কাজে ব্যবহৃত *১.পিসি- ০১টি, ২.ল্যাপটপ- ০৪ টি, ৩.হার্ডডিস্ক- ০২ টি, ৪.সিডি- ১৫ টি, ৫.পেনড্রাইভ- ০৬ টি, ৬.চেকবই- ০৪ টি, ৭.মোবাইল- ১৮ টি, ৮.সিমকার্ড- ৫৮ টি।*