কিশোর কিংবা যুবক নামে কোন গ্যাং কুষ্টিয়ায় থাকবে না, মাদক নিয়ন্ত্রণে থাকবে বলেছেন কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরও বলেন, আমার সাথে ছবি পোস্ট করে কেউ অনৈতিক সুবিধা নিতে পারবে না। চরমপন্থী, সন্ত্রাসী ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সামাজিক অপরাধ কমানো হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টায় পুলিশ লাইনে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় এসপি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে এই জেলায় কর্মরত থাকায় আমার উপরে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে সবসময় সচেষ্ট থাকবো।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাশরিক সঞ্চয়, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনিস মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।