কুষ্টিয়া কুমারখালীতে ব্যাপক নদী ভাঙ্গনের ঝুঁকিতে দিন যাপন করছে কুমারখালী পৌরসভাধীন কুন্ডুপাড়া এলাকার নদী পাড়ের বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, কুমারখালী এম এন হাইস্কুলের সামনে থেকে কুন্ডু পাড়া বাঁধ পর্যন্ত ব্যাপক ঝুকিপূর্ণ অবস্থায় আছে। নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গন লক্ষ্য করা যাচ্ছে। নদী পারের বাড়ি থেকে ৮ থেকে ১০ ফুটের কাছে পানি চলে এসেছে, এবং পাড়ি গুলো নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে৷ দির্ঘ দিন আগে ব্লকদিয়ে পাড়ি বাঁধা হলেও ব্লকের নিচে থেকে মাটি সরে যাওয়ায় তা এখন ঝুকিপূর্ণ অবস্থায় আছে । এমতাবস্থায় যদি দ্রত বাঁধের নির্মাণ কাজ না করা হয়, তাহলে শুধু কুন্ডুপাড়া এলাকা নয়, তার সাথে সাথে কুমারখালী শহর ও ব্যাপক ভাঙ্গনের মুখে পড়বে। বিষয়টির দিকে দ্রুত নজর দিয়ে ভাঙ্গনের হাত থেকে নদী পাড়ের বাসিন্দাদের ও কুমারখালী শহরকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে অত্র এলাকাবাসী।