মেহেরপুর থেকে গোপালগঞ্জে অভিনব কায়দায় ২৫ বোতল ফেনসিডিল বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইনায়েত মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত আসামি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মৌলভী বাহারা গ্রামের আলিম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সড়কে মোটরসাইকেল যোগে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনার একপর্যায়ে বিকেল চারটার সময় একটি এপাচি আরটিআর গাড়িকে গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তেলের টাংকির ভিতর তৈরি করা আলাদা একটি প্রকোষ্ঠের মধ্যে থেকে ২৫ বোতল ফেনসিডিল ও আপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আসামির কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মেহেরপুরের গাংনি হতে গোপালগঞ্জের মকসুদপুরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই দীপন কুমার এবং এএসআই শাজাহান সঙ্গীয় ফোর্সের বিশেষ চেকপোস্ট পরিচালনা কালে আসামিকে ২৫ বোতল ফেনসিডিল ও আপাচি আরটিআর মোটরসাইকেল সহ আটক করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।